অসময়ে বুক বাধে বিশ শতকের ঘৃণা রাগ
একা একা পায়চারি করে ক্ষতবিক্ষত বিপ্লব
অভ্যেসের ভাতঘুম ফেলে চোখে বজ্রপাত
'বেঁচে আছি' বলে ওঠে স্নায়ুতন্ত্র অক্ষর।
ক্যালেন্ডারের পাতা জুড়ে বিস্ফোরণের ইতিহাস
গ্রাম শহরাঞ্চলে মিছিল ব্যারিকেড বিক্ষোভ
রাত দখলের নারী,রক্ত-কান্নায় প্রতিবাদে সোচ্চার
মোমবাতি নগরের পাঁজরেতে আত্মজা শোক
তোমার আমার শহর,এক বুক মিছিল প্রতিবাদ
শ্যাওলা জমা উপত্যকায় সম্মিলিত মুষ্টিশপথ
কংক্রিট-নির্জনতার ভিড় ঠেলে বিচারের কলতান
সোজা তর্জনী শিৎকারে লক্ষ্য কণ্ঠ আরজিকর
শাসকের ছলনার কারসাজিতে ওঠে প্রশ্নস্রোত
রূপোলী আফিম ভুলে খোঁজে দ্বন্দ্বের সমাধান
উৎসব ভুলে যুব-প্রৌঢ়-বৃদ্ধ চোখে গণতন্ত্রবোধ
বোধনের ডাকসাজে আজ দ্রোহের মশাল স্নান।।
অগ্নিবীণ কুণ্ডু
3rd year, DNB MEDICINE, PGT,
DISTRICT HOSPITAL, HOWRAH