ও ভাই, আর.জি.করে কোন্ এক ভোরে আমার দিদির খুন
আর ধর্ষণ হল কার চক্রান্তে? শাসক তোমার গুণ
সবাই জেনে গেছে..
সবাই জেনে গেছে...
সবাই জেনে গেছে, তোর মার-প্যাঁচে আত্মহত্যার মিথ্যে,
তত্ত্ব এল সামনে সন্দীপ ঘোষেরই কৃতিত্বে।
নর্থ বেঙ্গল লবি..
নর্থ বেঙ্গল লবি...
নর্থ বেঙ্গল লবি, তোমার সবই এখন সহজবোধ্য,
তাই হামলা নামায় শাসক দলও আগস্টেরই চোদ্দ।
আমরা যাইনি ভুলে..
আমরা যাইনি ভুলে...
আমরা যাইনি ভুলে, স্লোগান তুলে হেঁটেছি রাজপথে,
ফের একটাও যেন আর.জি.কর আর না হয় ভবিষ্যতে।
চলবে নজরদারি..
চলবে নজরদারি...
চলবে নজরদারি, এখন তারই সময় সমাগত
তাই লালবাজারে ঝরায় আগুন বুকের জমা ক্ষত।
পুলিশ কমিশানার..
পুলিশ কমিশানার...
ও দালাল কমিশানার, দড়ি টানার শুরু হল প্রসেস,
খানখান হয়ে থাকবে পড়ে থ্রেটের ধ্বংসাবশেষ।
দুর্নীতি-ঠাসা..
দুর্নীতি-ঠাসা...
দুর্নীতি-ঠাসা, ঘুঘুর বাসা স্বাস্থ্যভবন সাফাই
করছি আমরা, আবার করব বিচার যদি না পাই।
শোনো হেলথ মিনিস্টার..
শোনো হেলথ মিনিস্টার...
শোনো হেলথ মিনিস্টার, অনেক পৃষ্ঠার লম্বা নির্দেশিকার
ফাঁকা বুলির আড়ালে যে প্রতারণার শিকার
আমরা হচ্ছি রোজই..
আমরা হচ্ছি রোজই...
আমরা হচ্ছি রোজই, পরভোজী আগাছাদের ভিড়ে
কেন্দ্র-রাজ্য সেটিং করে বাঁচতে কি পারবি রে?
সময় প্রতিরোধের..
সময় প্রতিরোধের...
সময় প্রতিরোধের এবং তোদের শিকড় উপড়ে ফেলার,
শেষটা দেখে ছাড়ব এমন মানুষ মারা খেলার।
এটা হুঁশিয়ারি..
এটা হুঁশিয়ারি...
এটা হুঁশিয়ারি, লড়াই জারি, চলছে অনশন
সিবিআই-ও জেনে রেখো সজাগ জনগণ।
আরো লড়াই হবে..
আরো লড়াই হবে...
আরো লড়াই হবে....
-- ডঃ চন্দ্রমৌলি ঝা ও ডঃ সায়ন মন্ডল